এখন আর হিমুরা হলুদ পাঞ্জাবি, নীল প্যান্ট পড়ে এই শহরে ঘুরে বেড়াতে পারেনা। কারণ শহরটা বদলে গ্যাছে। অনেক বদলে গ্যাছে। কিন্তু হুমায়ুন স্যারতো হিমুদের রেখে গিয়েছেন তার উপন্যাসের মাধ্যমে। যাদের হুট করেই হিমুসত্ত্বা নাড়া দেয়। শহরটাকে ঘুরে ঘুরে দেখতে মন চায়। কিন্তু ২০১৯ এ এসে হিমুরা আধুনিকতায় হারিয়ে যাচ্ছে। আমি হিমু নই তবে উপন্যাসের আংশিক কিছু বিষয় আমাকেও টানে৷ ❤ আমি একজন শখের ছবিয়াল, বলা যায় শখ করেই এই ক্যামেরাটা কেনা৷ আর আগেও ক্যামেরা কিনেছিলাম ২০১৬ সালে কিন্তু পরবর্তীতে টাকার জন্য শখ বিক্রি করে দিতে হয় তাই ২০১৯ এ সেই ২০১৬ তে ফিরে যাওয়ার এই একটাই মাধ্যম। হয়তো এটা কারও কাছে সামান্য ব্যাপার কিন্তু এটাও আমার কাছে সফলতা৷ ❤ আমি পেরেছি সময় লাগলেও শখ পূরণ করতে। পূনশ্চ আমি কোনো প্রফেশনাল ছবিয়াল নই। শখের ছবিয়াল আর অনুগল্পগুলো নিজের মাথা থেকে বের করা। কোন ছবিটি ভালো লেগেছে জানাবেন আর কোনো সাজেশন থাকলেও গ্রহনযোগ্য। ❤ আর শেয়ার করার মতো হলে উৎসাহ দিবেন। 😐
সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। ❤
